কলেজ অফিস হতে প্রদত্ত বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দিষ্ট তারিখ ও সময় অনুসারে কলেজ অফিসে উপস্থিত থেকে ভর্তি ফরম পূরণ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থী ও পিতা- মাতা উভয়কে উপস্থিত থাকতে হয়।
ভর্তির অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীকে ভর্তিকালীন প্রদেয় ফিস সমূহ পরিশোধপূর্বক নিম্নলিখিত প্রমাণ-পত্রাদি দাখিল করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
এস.এস.সি/সমমানের পরীক্ষা পাসের একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূলকপি ও উহার ১টি ফটোকপি।
সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি।
প্রবেশপত্র, রেজিঃকার্ড ও প্রশংসা পত্রের ১টি করে ফটোকপি।
ভর্তির সময় এককালীন প্রদেয় ফিসমূহঃ
বিভাগ
বিষয়সমূহ
ভর্তি ও অন্যান্য ফি (মোট প্রদেয় টাকা)
বিজ্ঞান
বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, পরিসংখ্যান
৭,৫০০/-
ব্যবসায় শিক্ষা
বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, পরিসংখ্যান
৭,৫০০/-
মানবিক
বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পৌরনীতি ও সুশাসন, সমাজকর্ম, ইসলাম শিক্ষা/ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পরিসংখ্যান
৭,৫০০/-
দ্বিতীয় বর্ষে ভর্তির সময় এককালীন প্রদেয় ফি
উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে প্রমোশন লাভের পর দ্বিতীয় বর্ষে ভর্তির সাথে এককালীন প্রদেয় ফি বাবদ ১২,০০০/- (বার হাজার টাকা) ‘সেশন ফি ‘ হিসেবে জমা দিতে হবে ।
মাসিক বেতন
বিজ্ঞান
১,৮০০/- (এক হাজার আটশত টাকা)
ব্যবসায় শিক্ষা
১,৮০০/- (এক হাজার আটশত টাকা)
মানবিক
১,৮০০/- (এক হাজার আটশত টাকা)
মাসিক বেতন পরিশোধের নিয়ম
প্রতি মাসের বেতন অগ্রিম হিসেবে চলতি মাসের ৩, ৪, ৫, ৬, ১২, ১৩, ১৪ ও ১৫ তারিখে (বন্ধ থাকলে খোলার তারিখে) বিনা জরিমানায় এবং ২৬ ও ২৭ তারিখে ৫০ টাকা জরিমানাসহ সকাল ৮টা হতে দুপুর ২টা মধ্যে কলেজ অফিসে পরিশোধ করতে হবে। কোন মাসের বেতন বকেয়া থাকলে পরবর্তী মাসে ১০০ টাকা জরিমানা প্রদানপূর্বক পরিশোধ করতে হবে। পরবর্তী মাসেও পরিশোধ করতে ব্যর্থ হলে মাস শেষে হাজিরা খাতা থেকে নাম কাটা যাবে। পুনরায় হাজিরা খাতায় নাম তুলতে হলে এক মাসের বেতনের সমপরিমাণ টাকা অতিরিক্ত প্রদান করতে হবে। পর্ব ও মাসিক পরীক্ষার ফি পরীক্ষার পূর্বে প্রদান করতে হবে।